হযরত মূসা আলাইহিস্সালাম যখন যাদুকরদের মোকাবেলায় সফল হন এবং যাদুকররা মুসলমান হয়ে যায়, তখন বিবি আসিয়া তাঁর ঈমান প্রকাশ করেন । ফিরআউণ ক্রুদ্ধ হয়ে তাঁকে ভীষণ শাস্তি দিতে চাইল। কতক বর্ণনায় আছে, ফিরআউণ তাঁর চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল। যাতে তিনি নড়া চড়া পর্যন্ত না করতে পারেন। এ অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কোন কোন বর্ণনায় আছে, ফিরআউণ উপর থেকে একটি ভারী পাথর তাঁর মাথার উপর ফেলে দিতে মনস্থ করলেন। তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন- হে আমার পালনকর্তা ! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুণ, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। ফলে আল্লাহ তাআলা তাঁর আত্না কবজ করে নেন এবং পাথরটি নিস্প্রাণ দেহের উপর পতিত হয়। তিনি দোয়ায় বলেনঃ হে আমার পালন কর্তা, আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মান করুণ। আল্লাহ তাআলা তাঁর এ দোয়া কবুল করেণ এবং দুনিয়াতেই তাঁকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন।
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast