Image

২নং মেমানিয়া ইউনিয়নে।

Post_ID : 11159 | Post by_User : 80 | Date: 21-09-25

২নং মেমানিয়া ইউনিয়নে।

১০ শয্যা বিশিষ্ট একটি মা ও শিশু কল্যাণ  হাসপাতাল রয়েছে । হাসপাতালটির নির্মাণ এবং উদ্বোধন দীর্ঘ তিন বছরের ঊর্ধ্বে। এখন পর্যন্ত হাসপাতালের কোন কার্যক্রম চালু হয়নি।

 ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি অতি শীঘ্রই চালু করার জন্য এবং সেখানে MBBS ডাক্তার রাখার জন্য। 

Uno Hizla Barishal   স্যারের কাছে। জোর  আবেদন করছি।


আমাদের পুর্বপারে মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পরে,বা কেউ বিদ্যুৎ স্পৃষ্ঠ হয় তাহলে তাকে হাসপাতালে নিতে নিতে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ৯৯%।


আরো দুঃখজনক ভাবে বলতে হয়। 

আমাদের মা-বোনের মধ্যে প্যাগনেন্টের রুগি গুলো নিয়ে সর্ব সময় একটি আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ আমাদের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে খুন্না হাসপাতাল এবং কাউড়িয়া ও মুলাদী হাসপাতাল যেতে যানবাহন চলাচলের দুর্ভোগে,  প্রায় ০৫ থেকে ০৬ ঘন্টা সময় লাগে। এতে আমাদের রুগি বাচা আশঙ্কা জনক হয়ে পরে।


পূর্বপারে চিকিৎসা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত এলাকা গ্রামের তালিকাঃ

০২নং মেমানিয়া ইউনিয়ন: 

১. বাদুরি, ২. বড় লক্ষ্মীপুর, ৩. বাউসিয়া, ৪. ভারুয়া, ৫. চর মেমানিয়া, ৬. চর দুর্গাপুর, ৭. ছোট লক্ষ্মীপুর, ৮. চিড়াখোলা, ৯. দেবুয়া, ১০. ডিক্রিচর, ১১. গঙ্গাপুর, ১২. ইন্দুরিয়ার মুখেরচর, ১৩. খাগের চর, ১৪. মেমানিয়া, ১৫. পশ্চিম দায়া, ১৬. পশ্চিম গোবিন্দপুর, ১৭. পূর্ব খাগের চর, ১৮. সোনাতলা, ১৯. টুম লক্ষ্মীপুর।


হিজলা গৌরবদী ইউনিয়ন:

 ১. আবদা, ২. আমসর, ৩. আনালি, ৪. আরাকুল, ৫. বিশোর, ৬. চর বিজালী, ৭. চর বিষকাঁটালী, ৮. চর বিশোর, ৯. চর হিজলা, ১০. চর কিল্লার পূর্বচর, ১১. চরকিল্লা, ১২. চর কুসারিয়া, ১৩. চর জানপুর, ১৪. চারিগাঁও, ১৫. দক্ষিণচর দেবুয়া, ১৬. গঙ্গাচরণ, ১৭. হারিদাসপুর, ১৮. হিজলা, ১৯. কাকুরিয়া, ২০. কানিবগা, ২১. করপাড়া, ২২. কেওরিয়া, ২৩. খাইলা, ২৪. মান্দ্রাতর কুশরিয়া, ২৫. শঙ্করপাশা।


এবং হরিনাথ পুর ইউনিয়নের কিছু অংশঃ

১. চর ছয়গাও ২. নাছকাঠি, ৩. পশ্চিম গঙ্গাপুর, ৪. পূর্বকান্দি,


প্রায় ৩ টা ইউনিয়ন মিলে ৪৮ টা গ্রামে। 

পূর্বপাড়ের প্রায় ৪৮ টা গ্রামের অধিক মানুষ হসপিটালের জন্য সুবিধা বঞ্চিত।


তাই আমাদের পূর্ব পরে। 

১০ সয্যা বিশিষ্ট হসপিটালটির নিয়মিত ডাক্তার এবং সকল কার্যক্রম দ্রুত চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি ।


আমাদের হিজলার উপজেলার দায়িত্বশীল ব্যক্তিগণ  সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

Related Products

Free Shipping

Free on order over ৳ 1000

Security Payment

100% security payment

7 Day Return

7 day money guarantee

24/7 Support

Support every time fast