সীমিত বেতনের চাকরি নাকি ব্যবসা?
মানুষের জীবনে আর্থিক স্থিতি ও স্বপ্ন পূরণের জন্য দু’টি প্রধান পথ আছে—চাকরি ও ব্যবসা। সীমিত বেতনের চাকরিতে একটি নির্দিষ্ট নিরাপত্তা থাকে, মাস শেষে বেতন হাতে পাওয়া যায়, যা পরিবার চালানোর জন্য নিশ্চয়তা দেয়। কিন্তু সেই সীমিত আয়ের ভেতরে অনেক সময় স্বপ্নগুলো থেমে যায়, সম্ভাবনার ডানা ছেঁটে যায়।
অন্যদিকে ব্যবসা ঝুঁকিপূর্ণ হলেও সম্ভাবনার দরজা অনেক বড়। ব্যবসা শুরুতে কষ্ট, অনিশ্চয়তা ও পরিশ্রম বেশি থাকলেও সময়ের সাথে সাথে সেই পরিশ্রম বড় সফলতা এনে দিতে পারে। একজন ব্যবসায়ী নিজের মতো করে স্বপ্ন গড়তে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, এমনকি সমাজে প্রভাব বিস্তার করতে পারে।
তবে চাকরি বা ব্যবসা—কোনোটিই খারাপ নয়। আসল বিষয় হলো মানসিকতা। যদি নিরাপত্তা চান তবে চাকরি, আর যদি বড় স্বপ্ন ও স্বাধীনতা চান তবে ব্যবসা। পৃথিবীর বড় পরিবর্তনকারীরা বেশিরভাগই ব্যবসা ও উদ্যোগের পথ বেছে নিয়েছিলেন। তাই সীমিত বেতনের চাকরি হয়তো বেঁচে থাকার নিশ্চয়তা দেয়, কিন্তু ব্যবসা দেয় স্বপ্ন পূরণের সাহস ও সম্ভাবনা।
অতএব, জীবন যদি সীমিত আয়ের নিরাপত্তায় আটকে না থেকে বড় কিছু করার ইচ্ছে পোষণ করে, তবে ব্যবসার ঝুঁকি নিতে শিখুন। কারণ সাহসীরা ইতিহাস লেখে, আর নিরাপদে থাকা মানুষগুলো কেবল ইতিহাস পড়ে।
লেখা- আরিফুল হাসান
#fblifestyle
#জীবন_চক্র
Free on order over ৳ 1000
100% security payment
7 day money guarantee
Support every time fast