এমন দৃশ্য দেখে মনে হয় পৃথিবীর নিকৃষ্ট একটা দেশে জন্ম গ্রহন করেছি। এগুলো ভাবা যায়,মেনে নেওয়া যায়।
একটা হাদিস শুনেছি শেষ জামানায় একজন মানুষ হত্যা হবে, সে জানবে না সে কি কারনে মারা গেল। আবার যে হত্যা করলো সে ও জানবে না সে কি কারনে হত্যা করলো। এটাই হবে বর্বরতার শেষ যুগ। তা না হলে একজন মানুষ আর একজন মানুষকে সামান্য বিষয়ে কি ভাবে হত্যা করে।তারা যদি এই হাদিস টি জানতো একজন নিরাপদ মুসলমান কে হত্যা করলে পৃথিবীর সকল মুসলমান মানুষ কে হত্যা করার সামিল বা হত্যা করা হয়। এই সব বিষয়ে তাদের নূন্যতম জানাশোনা নাই। এখন আমরা পৃথিবীতে মুসলিম মুসলমান মানুষ হিসাবে বসবাস করছি কিন্তু আমরা নামে মুসলি আছি হাদিস অনুসারে পর্যালোচনা করলে দেখা যাবে ৭০% কাফির হিসেবে আছি। এ কথা এই জন্য বললাম কাফির ও মুসলিমদের মধ্যে পার্থক্য হল সালাত। সালাত পরিত্যাগ কারি কাফিরের সামিল। তাই ঐ হিসেবে বাংলাদেশের মুসলিমরা ৭০% কাফির হিসেবে আছে। আর যত দিন কুফুরী এই গণতন্ত্র আছে ততো দিন এই বর্বরতা দেখেই যেতে হবে। পৃথিবীতে কোনো রাষ্ট্রে আমার মনে হয় না নিজেদের আদিপত্য বিস্তার এর জন্য বা নিজেদের দলের জন্য এ ভাবে মানুষ হত্যা করেছে। এটা শুধু বাংলাদেশর মত একটা নিকৃষ্ট রাষ্ট্রেই দেখা যায়। টাকা আমি এত কষ্ট করে উপার্জন করলাম আর এক পাটি এসে বলে চাঁদা দে আর না দিলে মেরে ফেলে, হত্যা করে। কি নিলজ্জ, বেহায়াপনা, কি নিকৃষ্ট পরেরটা খাওয়ার জন্য এর থেকে তোরা বৃষ্টা খা। এর থেকে খারাপ কিছু থাকলে সেটা খা কিন্তু যে কষ্ট করে ইনকাম করলো সেটা জোর করে খাস না। বাংলাদেশর আইন ব্যবস্হা এতোটাই খারাপ যা বলে বুঝানো যাবে না। একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হল তার ভিডিও ও আছে তার পরে এর বিচারকার্য করতে এত সময় নিবে তা বলে শেষ করা যাবেনা। এই যে এত এত হত্যা, দর্ষন,ছিনতাই, ডাকাতি যদি আইনের সুবিচার থাকতো তা হলে কি এই ঘটনা ঘটতো। যদি তাদেরকে প্রকাশ্য ফাঁসির ব্যবস্হা করা হত তা হলে এই ঘটনা ঘটতো না। আর বাংলাদেশের আম জনতার এদের ও বিচার হওয়া উচিত আমি মনে করি। কারন এত এত মানুষের সামনে ঐ ব্যক্তি কে চার পাঁচ জন হত্যা করলো কেউ এগিয়ে আসলো না সবাই চেয়ে চেয়ে দেখলো এজন্য। সবাই জানতো ঐ লোকটি সঠিক যদি আমজনতা এক হয়ে প্রতিবাদ করতো তা হলে লোকটির জীবন হয় তো বা বেঁচে যেতে পারতো। সর্বপরি বাংলাদেশের মত নিকৃষ্ট গণতন্ত্র পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই,,
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast