✅এভাবেই আরো কত পাইলট শহীদ হলে বিমানবাহিনী ও বাংলাদেশ সরকার উন্নতমানের এয়ারক্রাফট দেশে আনার দিকে নজর দিবে?
বর্তমানে এয়ারক্রাফটগুলো যেন একেকটা মৃত্যুর বাহন। Flying Coffin খ্যাত YAK-130 উড্ডয়নের সময় যান্ত্রিকত্রুটির ফলে অতীতে শহীদ হন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ । ১২ টি Yak-139 ক্রয় করাও ছিল বিমানবাহিনী জন্য একটি কালো অধ্যায়। F-7 BG1 মডেল ১৯৯০ এর মান্ধাতা আমলের ফাইটার জেট, যার শেষ ক্রেতা ছিল বাংলাদেশ (২০১৩ সাল)। ২০২৫ এ এসে এখনো আমাদের সুদক্ষ ও অত্যন্ত মেধাবী পাইলটদের চালাতে হচ্ছে এসব মুড়ির টিনকে। দেশে মেধাবী পাইলট আছে নেই শুধু আধুনিক জেট। প্রতিদিন কোনো না কোনো মিড -এয়ার সমস্যা ফেইস করছে। তারা আমাদের দেশের জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্লেন উড়ান। এভাবেই কী তাদের আর সাধারণ মানুষদের মুল্যবান জীবনগুলো শেষ হয়ে যাবে!
এই নিরীহ বাচ্চাদের মৃত্যুর দায়ভার কে নিবে?
➡️হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবেন। ➡️একেক জন ১৫-২০ টা বাড়ি দেশের বাইরে করবেন।
➡️পুরাতন বিমান ক্রয় করে টাকা আত্মসাৎ করবেন।
এগুলো থেকে কি আমরা কখনো রেহাই পাব না 🥲
#everyoneシ゚ #hasanujjaman #highlight #planecrash #follower #uttaraDiabari #milestonecollege #CorruptionFree
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast