মডেল মসজিদে নিয়োগ।
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৫ পদে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৪ আগস্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫
মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আওতাভুক্ত ৪টি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেশের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
পদ: পেশ ইমাম
সংখ্যা: ১ জন
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি / দাওরায়ে হাদিস
অভিজ্ঞতা: খতিব/মুফতি/মুহাদ্দিস হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ১৫,০০০ টাকা
পদ: মুয়াজ্জিন
সংখ্যা: ১ জন
যোগ্যতা: আলিম / দাওরায়ে হাদিস বা সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা এবং ইলমে কিরাত সার্টিফিকেট
বেতন: ১০,০০০ টাকা
পদ: খাদেম
সংখ্যা: ২ জন
যোগ্যতা: আলিম / দাওরায়ে হাদিস পাস
বেতন: ৭,৫০০ টাকা
পদ: নিরাপত্তা প্রহরী
সংখ্যা: ১ জন
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমান / দাওরায়ে হাদিস
অগ্রাধিকার: সেনাবাহিনী, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য
বেতন: ৬,৫০০ টাকা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে নিচের ঠিকানায়—
উপপরিচালক
ইসলামিক ফাউন্ডেশন
মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
মাদারীপুর।
আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৫
#বিজ্ঞপ্তি৭২৮9
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast