আল্লাহু আকবার আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর আল্লাহু আকবার 🦌🦌🦌 মিশিগানের বিরল হরিণ "ড্রাগন"
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানের Deer Tracks Junction খামারে জন্ম নেয় এক বিরল হরিণশিশু, যার নাম রাখা হয় “ড্রাগন”। জন্মের সময় তার শরীর ছিল সাদা লোমে ঢাকা, চোখ ছিল নীল এবং নাক ছিল গোলাপি রঙের।
অস্বাভাবিক রঙের কারণে মা তাকে গ্রহণ করেনি। পরবর্তীতে খামারের পরিবার তাকে যত্নে লালন-পালন করে বড় করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, ড্রাগনের চেহারার বৈশিষ্ট্য ছিল piebaldism নামক একটি জেনেটিক অবস্থার কারণে, যা হরিণের শরীরের রঙে পরিবর্তন আনে। এ ধরনের হরিণ অত্যন্ত বিরল—প্রায় ২০,০০০ হরিণের মধ্যে একজন।
সূত্র:
CBS News
ABC News
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast