⍟ উপাদান :
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড। ১০ মি.গ্রা. ট্যাবলেট, ৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ২.৫ মি.গ্রা./ মি.লি. পেডিয়াট্রিক ড্রপস্।
⍟⍟ নির্দেশনা :
সিজনাল এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ায় নির্দেশিত। এটি এ্যালার্জেন-এর ফলে সৃষ্ট এ্যাজমাকে দূর করে।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
৬ বছর বা এর বেশী বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে : ট্যাবলেট - দৈনিক ১টি ট্যাবলেট। সিরাপ: ২ চা চামচ প্রতিদিন একবার অথবা ১ চা চামচ প্রতিদিন দুই বার।
২-৬ বৎসরের বাচ্চাদের : সিরাপ: এক চা চামচ প্রতিদিন। অথবা ১/২ চা চামচ প্রতিদিন দুই বার।
৬ মাস-২ বছরের নীচে বাচ্চাদের : সিরাপ: ১/২ চা চামচ প্রতিদিন। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১/২ চা চামচ করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
পেডিয়াট্রিক ড্রপস্: ১ মি.লি. করে দিনে একবার। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মি.লি. করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
⍟⍟ সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সেটিরিজিন গ্রহন এর পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহন থেকে বিরত থাকা উচিত।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া : সামান্য পরিমাণ ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে।
⍟⍟ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা না থাকলে সেটিরিজিন গ্রহণ করা উচিত নয়। সেটিরিজিন মায়ের দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।
⍟⍟ সরবরাহ :
এ্যালাট্রোল® ট্যাবলেট : ১০ x ১০ টি।
এ্যালাট্রোল® সিরাপ : ৬০ মি.লি.।
এ্যালাট্রোল® পেডিয়াট্রিক ড্রপস্ : ১৫ মি.লি.।
Free on order over ৳. 500
100% security payment
7 day money guarantee
Support every time fast