Image

ডায়াবেটিসের ওষুধে সারবে ক্যানসার, কমবে হার্ট ফেলের ঝুঁকিও? কী বলছে গবেষণা?

Post_ID : 888 | Post by_User : 6 | Date: 13-03-25

ক্যানসার রোগীদের ক্ষেত্রে হার্ট ফেল একটা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মারণ রোগ হলে তার চিকিৎসা পদ্ধতিও অত্যন্ত কষ্টকর। তবে এবার সেই ক্ষেত্রে এক যুগান্তকারী গবেষণা সামনে এসেছে। বিশেষজ্ঞদের দাবি SGLT2 ইনহেবিটর এমন এক ড্রাগ, যা সুগার রোগীদের দেওয়া হয়। এই ড্রাগ নাকি ক্যানসার রোগীদের হার্ট ফেলের সুযোগ কমিয়ে দেয় প্রায় ৫০ শতাংশ। শুধু তাই নয় রোগীদের তাড়াতাড়ি সুস্থ হতেও সাহায্য করে।

ক্যানসারের চিকিৎসার জন্য প্রদত্ত কেমোথেরাপি শরীরের উপর গভীর প্রভাব ফেলে। ক্যানসার কোষ ধ্বংস করার পাশাপাশি, এটি হৃদপিণ্ডের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে, যা হৃদ যন্ত্রের ব্যর্থতার ঝুঁকি বাড়ায়। গবেষণা অনুসারে, কেমোথেরাপির পরে ২০% ক্যান্সার রোগীর হৃদরোগ হয়, যার মধ্যে ১০% রোগীর হার্ট ফেল হতে পারে। তবে নতুন গবেষণায় দেখা গিয়েছে যদি একজন ডায়াবেটিস রোগীর ক্যানসার থাকে এবং তিনি ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, তাহলে হার্ট ফেলের ঝুঁকি ৫০ শতাংশ কমানো যেতে পারে।

লন্ডনের পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে একটি বিস্তারিত গবেষণা পরিচালনা করেছেন। এতে, একটি নির্দিষ্ট ডায়াবেটিস ওষুধ, SGLT2 ইনহিবিটর, হৃদযন্ত্রের ব্যর্থতা প্রতিরোধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ইউরোপীয় জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত হয়েছে এই তথ্য।

গবেষকরা ৮৮,৭৩ জন ক্যানসার রোগীকে নিয়ে ১৩টি গবেষণা বিশ্লেষণ করেন। সেই গবেষণায় দেখা যায় হৃদযন্ত্রের ব্যর্থতার কারণে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৫০% কমে গেছে। তবে ডায়াবেটিসের এই ওষুধ খেলে তা হার্ট ফেলের সুযোগ ৭১% কমিয়ে দিয়েছে। এই ওষুধটি স্তন ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী বলে প্রমাণিত হয়েছে।

প্রধান গবেষক অধ্যাপক ভ্যাসিলিওস ভ্যাসিলিওর বলেন, “SGLT2 ইনহিবিটর ওষুধ ইতিমধ্যেই হৃদরোগের ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। এটি শ্বাসকষ্ট, ক্লান্তির মতো হৃদযন্ত্রের ব্যর্থতার জটিলতা কমাতে পারে এবং রোগীদের আরও সুস্থ বোধ করাতে পারে।”

যদিও এই ফলাফলগুলি খুবই আশাব্যঞ্জক, গবেষকরা বলছেন এই বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন। তবেই এই ওষুধটি ক্যানসার রোগীদের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে।

Comments

Please rate:

Post Comment

Related Products

Free Shipping

Free on order over ৳. 500

Security Payment

100% security payment

7 Day Return

7 day money guarantee

24/7 Support

Support every time fast